গার্মেন্টস নতুন বেতন স্কেল ছক ২০২৩ প্রকাশ করা হয়েছে। গার্মেন্টস হল বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য কারখানা। কারণ বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে এই গার্মেন্টস কর্মীদের উপর। কিন্তু এদিক থেকে গার্মেন্টস কর্মীদের বেতন অত্যন্ত কম। যার কারণে গার্মেন্টস কর্মীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে কষ্টের মাধ্যমে তাদের কাজ করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত হারভাঙ্গা পরিশ্রমের পরেও তারা তাদের প্রাপ্য মজুরি পারছেন না। সেদিকে লক্ষ্য রেখেই এ বছর গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি এর জন্য প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। গার্মেন্টস কর্মীদের বেতন কত থেকে কত হবে এ নিয়ে বিস্তারিত তথ্য এখানে আলোচনা করা হলো।
গার্মেন্টস নতুন বেতন স্কেল ছক ২০২৩
মোট পাঁচটি গ্রেডে গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কিভাবে এ বেতন গুলো নির্ধারণ করা হয়েছে এবং বেতন নির্ধারণ করার নিয়ম গুলো আপনাদের সামনে এখানে তুলে ধরা হলো। যারা গার্মেন্টসে কাজ করেন অথবা গার্মেন্টস চাকরি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আপনারা একদম সঠিক তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। গার্মেন্টস কর্মীদের বেতন এক বছর পরে ৫ পার্সেন্ট সহ যেভাবে নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কিত এখান থেকে দেখুন। এবং সম্পূর্ণ তথ্য গুলো সংগ্রহ করে নিন। আশা করি আপনি যদি গার্মেন্টস কর্মীদের বেতন সম্পর্কে তথ্য জানতে চান তাহলে নিচের দেওয়া তথ্য গুলো সংগ্রহ করলে অত্যন্ত সহজে বুঝতে পারবেন।
গার্মেন্টস শ্রমিকদের বেতন গেজেট ২০২৩ কত?
- কর্মীদের প্রথম বেতন ছিল= ১৮,২৫৭ টাকা
- ৫৬.২৫ শতাংশ বৃদ্ধি করে এখন মোট বেতন= ২৮,২৫৭ টাকা
- বর্তমান বেতন ৬৩ % হলে মূল মজুরি হবে= ১৭,৯৭২ টাকা
- বাকি= ১০,৫৫৫ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা যাতায়াত ও খাদ্য খাতা
এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে =২৯.৯৫৩ টাকা
গার্মেন্টস শ্রমিকদের বেতন স্কেল ও গ্রেড তালিকা ২০২৩ গেজেট
- পূর্বে সর্বমোট বেতন ছিল =১৫,৪১৬ টাকা
- ৫৬.২৫% বাড়ায় এখন সর্বমোট বেতন হবে =২৪,১৭৫ টাকা
- বর্তমান নিয়মে মোট বেতনের ৬৩% হলে মূল মজুরি হবে= ১৫,১৭৫
- বাকি= ৮,৯১২ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ২৫, ২৯২ টাকা
৩য় গ্রেড
- কর্মীদের প্রথম বেতন ছিল= ৯,৮৪৫ টাকা
- ৫৬.২৫ শতাংশ বৃদ্ধি করে এখন মোট বেতন= ১৫,৩৮২ টাকা
- বর্তমান বেতন ৬৩ % হলে মূল মজুরি হবে= ৯,৫৯১ টাকা
- বাকি= ৫,৬৬১ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা যাতায়াত ও খাদ্য খাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ১৬,১৫১৩ টাকা
গার্মেন্টস শ্রমিকদের বেতন গেজেট তালিকা ২০২৩
৪র্থ গ্রেড
- কর্মীদের প্রথম বেতন ছিল= ৯, ৩৪৭ টাকা
- ৫৬.২৫ শতাংশ বৃদ্ধি করে এখন মোট বেতন= ১৪,৬০৫ টাকা
- বর্তমান বেতন ৬৩ % হলে মূল মজুরি হবে= ৯,২০১ টাকা
- বাকি= ৫,৪০৪ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা যাতায়াত ও খাদ্য খাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ১৫,৩৩৫ টাকা
- পূর্বে সর্বমোট বেতন ছিল = ৮,৮৭৫ টাকা
- ৫৬.২৫% বাড়ায় এখন সর্বমোট বেতন হবে = ১৩,৮৬৭ টাকা
- বর্তমান নিয়মে মোট বেতনের ৬৩% হলে মূল মজুরি হবে= ৮,৭৩৬
- বাকি= ৫,১৩১ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ১৪,৫৬০ টাকা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০২৩
৬ষ্ঠ গ্রেড
- কর্মীদের প্রথম বেতন ছিল= ৮,৪২০ টাকা
- ৫৬.২৫ শতাংশ বৃদ্ধি করে এখন মোট বেতন= ১৩,১৫৬ টাকা
- বর্তমান বেতন ৬৩ % হলে মূল মজুরি হবে= ৮,২৮৮ টাকা
- বাকি= ৪,৮৬৮ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা যাতায়াত ও খাদ্য খাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ১৩,৮১৪ টাকা
৭ম গ্রেড
- কর্মীদের প্রথম বেতন ছিল= ৮,০০০ টাকা
- ৫৬.২৫ শতাংশ বৃদ্ধি করে এখন মোট বেতন= ১২,৫০০ টাকা
- বর্তমান বেতন ৬৩ % হলে মূল মজুরি হবে= ৭,৮৭৫ টাকা
- বাকি= ৪,৬২৫ টাকা হবে বাড়িভাড়া চিকিৎসা যাতায়াত ও খাদ্য খাতা
- এবং এক বছর পরে ৫% ইনক্রিমেন্ট হলে সর্বমোট বেতন হবে = ১৩,১২৫ টাকা
এই নির্ধারিত তালিকা অনুযায়ী পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণ করা হবে। যারা এই বিভাগের কর্মরত আছেন তাদের বেতন নির্ধারণ তালিকা এখানে সুন্দরভাবে আলোচনা করা হলো। আশা করি সকল প্রার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।